তিন প্রকার ক্ষতিগ্রস্ত লােক, হাশরের ময়দনে তিন প্রকার লােক সর্বাধিক আক্ষেপ ও ক্ষতির সম্মুখীন হবে, আমার এক বিশিষ্ট বুযুর্গ এর থেকে শুনেছিলাম। এই তিন প্রকার খতিগ্রস্ত লোকের কথা।
তিন প্রকার খতিগ্রস্ত লোক ঃ
১ ) ঐসব লােক যারা অনেক জনশক্তি নিজেদের কর্মে নিয়ােজিত করেছিল । শ্রম পেশার সে লােকগুলির মধ্য থেকে অনেকেই স্ব - স্ব কঠিন দায়িত্ব পালন করেও জান্নাতে যাওয়ার মাত আমল করবে এবং হিসাব - কিতাবের স্তর সহজেই পাড়ি দিয়ে জান্নাতের পথে অগ্রসর হবে । অপর দিকে এ ভাগ্যবানদের যে সব নিয়ােগকর্তা অতিরিক্ত কাজের অজুহাত ভুলে ফরয এবাদত ও উপেক্ষা করে জাহান্নামে যাওয়ার উপক্রম হলে , ওদের তখন আক্ষেপের আর কোন সীমা পরিসীমা থাকবে না।২) সমস্ত ধনী ব্যক্তি যারা সারা জীবন সম্পদ আহরণের মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছে । হালাল - হারামের প্রতি লক্ষ্য করারও সুযােগ পায় নাই ; সারা জীবন শুধু রােজগারের ধাক্কায় নিমগ্ন রয়েছে । কিছু সম্পদ ব্যয় করে আখেরাতের কোন সঞ্চয় করেনি , এসব লােকের পরিত্যক্ত সম্পদের যারা ওয়ারিশ হয়েছে , তারা হয়ত আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করে জান্নাতে যাওয়ার যােগ্য বিবেচিত হবে এবং সম্পদ যারা রােজগার করেছিল ওরা জাহান্নামী হবে । ঐ সময় সম্পদ রােজগারকারীরা এমন আক্ষেপে পতিত হবে যে , সেটাও জাহান্নামের আযাবের চাইতে কম কিছু হবে না !
৩ ) ঐ সমস্ত বে আমল আলেম ও ওয়ায়েজ যাদের ওয়াযে বা লেমের দ্বারা উপকৃত হয়ে বহু লােক জান্নাতে যাবে এবং পশ্লিষ্ট আলেম ওয়ায়েজগণ বে আমল হওয়ার কারণে জাহান্নামী হবে । তখন এসব আলেমের আক্ষেপ দেখে হাশরে সমবেত সবাই দুঃখ বােধ করবেন ।