Showing posts with label তিন প্রকার ক্ষতিগ্রস্ত লােক. Show all posts
Showing posts with label তিন প্রকার ক্ষতিগ্রস্ত লােক. Show all posts

November 13, 2020

তিন প্রকার ক্ষতিগ্রস্ত লােক

তিন প্রকার ক্ষতিগ্রস্ত লােক, হাশরের ময়দনে তিন প্রকার লােক সর্বাধিক আক্ষেপ ও ক্ষতির সম্মুখীন হবে, আমার এক বিশিষ্ট বুযুর্গ এর থেকে শুনেছিলাম। এই তিন প্রকার খতিগ্রস্ত লোকের কথা। 

 তিন প্রকার খতিগ্রস্ত লোক ঃ

১ ) ঐসব লােক যারা অনেক জনশক্তি নিজেদের কর্মে নিয়ােজিত করেছিল । শ্রম পেশার সে লােকগুলির মধ্য থেকে অনেকেই স্ব - স্ব কঠিন দায়িত্ব পালন করেও জান্নাতে যাওয়ার মাত আমল করবে এবং হিসাব - কিতাবের স্তর সহজেই পাড়ি দিয়ে জান্নাতের পথে অগ্রসর হবে । অপর দিকে এ ভাগ্যবানদের যে সব নিয়ােগকর্তা অতিরিক্ত কাজের অজুহাত ভুলে ফরয এবাদত ও উপেক্ষা করে জাহান্নামে যাওয়ার উপক্রম হলে , ওদের তখন আক্ষেপের আর কোন সীমা পরিসীমা থাকবে না।

২) সমস্ত ধনী ব্যক্তি যারা সারা জীবন সম্পদ আহরণের মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছে । হালাল - হারামের প্রতি লক্ষ্য করারও সুযােগ পায় নাই ; সারা জীবন শুধু রােজগারের ধাক্কায় নিমগ্ন রয়েছে । কিছু সম্পদ ব্যয় করে আখেরাতের কোন সঞ্চয় করেনি , এসব লােকের পরিত্যক্ত সম্পদের যারা ওয়ারিশ হয়েছে , তারা হয়ত আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করে জান্নাতে যাওয়ার যােগ্য বিবেচিত হবে এবং সম্পদ যারা রােজগার করেছিল ওরা জাহান্নামী হবে । ঐ সময় সম্পদ রােজগারকারীরা এমন আক্ষেপে পতিত হবে যে , সেটাও জাহান্নামের আযাবের চাইতে কম কিছু হবে না ! 

৩ ) ঐ সমস্ত বে আমল আলেম ও ওয়ায়েজ যাদের ওয়াযে বা লেমের দ্বারা উপকৃত হয়ে বহু লােক জান্নাতে যাবে এবং পশ্লিষ্ট আলেম ওয়ায়েজগণ বে আমল হওয়ার কারণে জাহান্নামী হবে । তখন এসব আলেমের আক্ষেপ দেখে হাশরে সমবেত সবাই দুঃখ বােধ করবেন ।