November 14, 2020

এলেমের প্রকার ভেদ

 এলেমের প্রকার ভেদ ফকীহ আবুল লাইস সমরকন্দি ( রাহঃ ) বলেন , যে সব লােক নিন্মােক্ত চারটি উদ্দেশ্য নিয়ে এলেম অর্জন করে ওরা নির্ঘাত জাহান্নামী হবে ।

  ১ ) নিজেকে সবচাইতে প্রভাবশালীরূপে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে যে ব্যক্তি এলেম অর্জন করে । 

 ২ ) যে ব্যক্তি মানুষের মন জয় করার লক্ষ্য নিয়ে এলেম হাসিল করে । 

 ৩ ) যে ব্যক্তি বিতর্কের ক্ষেত্রে প্রাধান্য অর্জনের উদ্দেশ্যে এলেম অর্জন করে ।  

৪ ) যে ব্যক্তি ধন সম্পদ এবং ক্ষমতা লাভের লক্ষ্য সামনে নিয়ে এলেম হাছিল করে ।

 


 ➱ তিনি আরও বলেন

  • এলেমের প্রাথমিক স্তর হচ্ছে বাকসংযম , 
  • দ্বিতীয় স্তর চিন্তা ফিকির করার যােগ্যতা , 
  • তৃতীয় স্তর স্মরণ রাখার যােগ্যতা , 
  • চতুর্থ স্তর হচ্ছে এলেম অনুপাতে আমল করার আগ্রহ এবং পঞ্চম স্তর হচ্ছে এলেম অন্যের নিকট পর্যন্ত পৌঁছানাের আগ্রহ । 

 ➱আলেমগণও সাধারণতঃ তিন ধরনের হয়ে থাকেন ।

  •  প্রথম প্রকার হচ্ছেন , যারা আল্লাহকে ভয় করেন এবং এলেম অনুপাতে আমল করেন । 
  • দ্বিতীয় প্রকার হচ্ছেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে সাধ্যমত আমল করারও চেষ্টা করেন কিন্তু পর্যাপ্ত এলেমের অভাব আছে । 
  • তৃতীয় প্রকার হচ্ছে , যারা জানে অনেক কিন্তু মনের মধ্যে আল্লাহর ভয় কাংক্ষিত পরিমাণে নেই । এই শেষােক্তগণ হচ্ছে আলেম নামের কলঙ্ক ।

No comments: