Showing posts with label এলেমের প্রকার ভেদ. Show all posts
Showing posts with label এলেমের প্রকার ভেদ. Show all posts

November 14, 2020

এলেমের প্রকার ভেদ

 এলেমের প্রকার ভেদ ফকীহ আবুল লাইস সমরকন্দি ( রাহঃ ) বলেন , যে সব লােক নিন্মােক্ত চারটি উদ্দেশ্য নিয়ে এলেম অর্জন করে ওরা নির্ঘাত জাহান্নামী হবে ।

  ১ ) নিজেকে সবচাইতে প্রভাবশালীরূপে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে যে ব্যক্তি এলেম অর্জন করে । 

 ২ ) যে ব্যক্তি মানুষের মন জয় করার লক্ষ্য নিয়ে এলেম হাসিল করে । 

 ৩ ) যে ব্যক্তি বিতর্কের ক্ষেত্রে প্রাধান্য অর্জনের উদ্দেশ্যে এলেম অর্জন করে ।  

৪ ) যে ব্যক্তি ধন সম্পদ এবং ক্ষমতা লাভের লক্ষ্য সামনে নিয়ে এলেম হাছিল করে ।

 


 ➱ তিনি আরও বলেন

  • এলেমের প্রাথমিক স্তর হচ্ছে বাকসংযম , 
  • দ্বিতীয় স্তর চিন্তা ফিকির করার যােগ্যতা , 
  • তৃতীয় স্তর স্মরণ রাখার যােগ্যতা , 
  • চতুর্থ স্তর হচ্ছে এলেম অনুপাতে আমল করার আগ্রহ এবং পঞ্চম স্তর হচ্ছে এলেম অন্যের নিকট পর্যন্ত পৌঁছানাের আগ্রহ । 

 ➱আলেমগণও সাধারণতঃ তিন ধরনের হয়ে থাকেন ।

  •  প্রথম প্রকার হচ্ছেন , যারা আল্লাহকে ভয় করেন এবং এলেম অনুপাতে আমল করেন । 
  • দ্বিতীয় প্রকার হচ্ছেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে সাধ্যমত আমল করারও চেষ্টা করেন কিন্তু পর্যাপ্ত এলেমের অভাব আছে । 
  • তৃতীয় প্রকার হচ্ছে , যারা জানে অনেক কিন্তু মনের মধ্যে আল্লাহর ভয় কাংক্ষিত পরিমাণে নেই । এই শেষােক্তগণ হচ্ছে আলেম নামের কলঙ্ক ।