Showing posts with label পানি পান করার সুন্নাত. Show all posts
Showing posts with label পানি পান করার সুন্নাত. Show all posts

October 16, 2019

পানি পান করার সুন্নাত গুলো কি ?

                                           ‎ 


পানি পান করার সুন্নাত :

পানি পান করার সুন্নাত গুলি  আমরা জানতে পারি বিভিন্ন  হাদীস এর মাধ্যমে , বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সাঃ) তিনি আমাদের কে পানি পান করা সুন্নাত গুলি (পদ্ধতি) কি তা আমাদের শিখিয়ে দিয়েছেন । আজ আমরা  জানবো পানি পান করার সুন্নাত গুলি কি কি এবং পানি পান করার সুন্নাত কয়টি ?


পানি পান করার সুন্নাত কয়টি ?

পানি পান করার সুন্নাত (ছয়)৬ টি ।

পানি পান করার সুন্নাত গুলি :  




১. ডান হাতে পানি পান করা ।
                  -( সহীহ মুসলিম ২/১৭২ )

২. বসে পানি পান করা ।
                  -( সহীহ মুসলিম ২/১৭৩ )

৩.পানি পান করার আগে বিসমিল্লাহ পড়া ।
                                           -(সুনানে তিরমিযী ২/১০)

৪. পানি পান করার আগে দেখে  পানি পান করা ।

৫. তিন বারে পানি পান করা ।
                     -(সহীহ মুসলিম ২/১৭৪)

৬. পানি পান করার পর আল্হামদুলিল্লাহ পড়া ।
                                                 -(সুনানে তিরমিযী ২/১০)