Showing posts with label @trm_tauhid. Show all posts
Showing posts with label @trm_tauhid. Show all posts

October 16, 2019

পানি পান করার সুন্নাত গুলো কি ?

                                           ‎ 


পানি পান করার সুন্নাত :

পানি পান করার সুন্নাত গুলি  আমরা জানতে পারি বিভিন্ন  হাদীস এর মাধ্যমে , বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সাঃ) তিনি আমাদের কে পানি পান করা সুন্নাত গুলি (পদ্ধতি) কি তা আমাদের শিখিয়ে দিয়েছেন । আজ আমরা  জানবো পানি পান করার সুন্নাত গুলি কি কি এবং পানি পান করার সুন্নাত কয়টি ?


পানি পান করার সুন্নাত কয়টি ?

পানি পান করার সুন্নাত (ছয়)৬ টি ।

পানি পান করার সুন্নাত গুলি :  




১. ডান হাতে পানি পান করা ।
                  -( সহীহ মুসলিম ২/১৭২ )

২. বসে পানি পান করা ।
                  -( সহীহ মুসলিম ২/১৭৩ )

৩.পানি পান করার আগে বিসমিল্লাহ পড়া ।
                                           -(সুনানে তিরমিযী ২/১০)

৪. পানি পান করার আগে দেখে  পানি পান করা ।

৫. তিন বারে পানি পান করা ।
                     -(সহীহ মুসলিম ২/১৭৪)

৬. পানি পান করার পর আল্হামদুলিল্লাহ পড়া ।
                                                 -(সুনানে তিরমিযী ২/১০)